/ সারাদেশ / লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে শিশু হত্যা চেষ্টা, থানায় অভিযোগ
লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে শিশু হত্যা চেষ্টা, থানায় অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে সানজিদুল ইসলাম সাইফান (৮) নামের এক শিশুকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯নভেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদীতে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। শিশু সাইফান পূর্ব নন্দনপুর গ্রামের হারিছ মিয়া মুন্সি বাড়ির কলেজ শিক্ষক মোঃ সিরাজ উল্লাহর ছেলে ও স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেনীর শিক্ষার্থী। অভিযুক্ত খালেদ মোহাম্মদ আলী তানভীর একই বাড়ির আবদুল খালেকের ছেলে ও লক্ষ্মীপুর শহরের একটি প্রতিষ্ঠানের স্কুল শিক্ষক। অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক সিরাজ উল্লাহর সাথে খালেদ মোহাম্মদ আলী তানভীরের পূর্ব জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সেটি স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ির মসজিদ কমিটি নিয়ে হট্টগোল তৈরি হলে সবাই যখন দেখতে যায় তখন সাইফানও তানভীরদের ঘরের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তানভীর তাকে ধরে গলা চেপে হত্যা চেষ্টা করে। এসময় সাইফানের বাড়ির লোকজন আসলে সুবিধা করে না পেরে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা আসলে তাকে রেখে তানভীর পালিয়ে যায়। সানজিদুল ইসলাম সাইফানের বাবা মোঃ সিরাজ উল্লাহ বলেন, পূর্ব শত্রুতার জেরে এরআগেও তানভীর আমার উপর হামলা করেছে। সে ঘটনায় স্থানীয়ভাবে সে ক্ষমা চেয়ে পার পেয়েছে। কিন্তু এখন আবার আমার ছেলেকে হত্যার চেষ্টা করে এবং আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অভিযোগের বিষয়ে খালেদ মোহাম্মদ আলী তানভীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাইফানকে মারধর বা হত্যা চেষ্টার ঘটনাটি মিথ্যা। সিরাজ উল্লাহদের সাথে আমাদের পূর্ব বিরোধ আছে এটা সত্য। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। মসজিদে হট্টগোলের সময় আমি ঘরেই ছিলাম। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, এ ধরনের ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। |