/ সারাদেশ / লক্ষ্মীপুরে অল ইয়ুথ সোসাইটি মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে অল ইয়ুথ সোসাইটি মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নে অল ইয়ুথ সোসাইটি মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ডিসেম্বর) সন্ধ্যায় পালেরহাট পাবলিক হাইস্কুল মাঠে ফাইনাল ম্যাচের মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ।পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রপি তুলে দেন অতিথিরা। এসময় অল ইয়ুথ সোসাইটির সভাপতি আবু জাহেদ পাটোয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূইয়া মিজান, সদস্য সচিব এডভোকেট মাহবুবুর খোকন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমির আহম্মেদ মুন্না, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, ছাত্রদল নেতা রাছেল প্রমুখ। দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সায়েদ ও আমির আহম্মেদ রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান নাছির, অল ইয়ুথ সোসাইটি সমন্বয়ক ফিরোজ আলম মান্নান, নাইমুর রশিদ নাহিম প্রমুখ। |