![]() নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
নতুন বার্তা, কুমিল্লা:
|
![]() তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শী পদুয়া এলাকার আকবর মিয়া বলেন, বেলা ১১টায় দুর্ঘটনার সংবাদ পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখি যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। অনেকে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাসের নিহত তিন যাত্রীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। |