![]() মুন্সিগঞ্জের কামারখোলা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে দুইদিনব্যাপী মাহফিল শুরু
নতুন বার্তা, মুন্সিগঞ্জ:
|
![]() বাদ মাগরীব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা হাফেজ মুফতি শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ (মা.জি.আ.) এর জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বর্পূর্ণ নসীহতের মাধ্যমে শুরু হয়। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দ্বিনীয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ¦ ড. সৈয়দ মুহাঃ শরাফত আালী, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, তা’লিমী তরিক্বত সম্পাদক মাওলানা মোঃ মুমুনুল হক প্রমূখ। আজ শুক্রবার বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে দুইদিনব্যাপী মাহফিলের আখেরী মুনজাত পরিচালনা করবেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ¦ হযরতস মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। |