আজ সোমবার, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ০৬ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
 / জাতীয় / সাইবার সুরক্ষা অধ্যাদেশ মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে
টিআইবির সংবাদ সম্মেলন
সাইবার সুরক্ষা অধ্যাদেশ মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 31 December, 2024 at 10:14 PM
সাইবার সুরক্ষা অধ্যাদেশ মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবেউপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনস্বার্থের প্রতিফলন নেই। বরং মানুষের মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে।চূড়ান্তভাবে অনুমোদন হলে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এটি নিয়ন্ত্রণমূলক ও নজরদারির অধ্যাদেশে পরিণত হবে। 
এক কথায় বলা যায়, এটি জগাখিচুড়ি অধ্যাদেশে পরিণত হয়েছে। এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ নিয়ে সংস্থাটির পর্যালোচনা ও সুপারিশ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
এতে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার আইন ও উদীয়মান প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এরশাদুল করিম এবং টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 
টিআইবির নির্বাহী পরিচালক বলেন-সাইবার, ইন্টারনেট, ডিজিটাল সব মিলিয়ে জগাখিচুড়ি করেছে। সাইবার সুরক্ষার নাম হলেও আগের ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের এক ধরনের পুনরাবৃত্তি এটি। বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এটি নিয়ন্ত্রণমূলক ও নজরদারির অধ্যাদেশে পরিণত হয়েছে। ডিজিটাল অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু পুরো অধ্যাদেশে অধিকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং মতপ্রকাশকে খর্ব করার প্রক্রিয়া দেখা যায়, যা গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, এই অধ্যাদেশে বিগত সরকারের বয়ানের প্রতিফলন দেখা যাচ্ছে। আগের দুটি আইনেও বলা হয়েছিল, তা সাংবাদিকদের বিরুদ্ধে যাবে না। এবারও সেই একই কথা শোনা গেল; কিন্তু অনুমোদিত অধ্যাদেশে তা দেখা যাচ্ছে না। এভাবে আইন হয়ে গেলে তা সংবাদমাধ্যমসহ সব মানুষের তথ্য প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতা ঝুঁকিতে পড়বে।
সংবাদ সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার আইন ও উদীয়মান প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এরশাদুল করিম পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরেন। তিনি অনুমোদিত অধ্যাদেশের ধারাগুলো ধরে ধরে বিশ্লেষণ করেন।
এই বিশ্লেষক জানান, অধ্যাদেশে সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ও পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা আওয়ামী লীগ আমলের সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে অনেক শব্দের ব্যাখ্যা নেই, ভাষা দুর্বোধ্য। এতে অপব্যবহারের সুযোগ তৈরি হবে। ধারা ৮, ২৫, ২৬, ৩৫ আগের মতো নিবর্তনমূলক। এ ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দেশের বিদ্যমান দক্ষতা বিবেচনায় না নিয়ে, এমনকি অংশীজনদের কেন সম্পৃক্ত করা হলো না, তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়া নামটি সাইবার সুরক্ষা না রেখে কম্পিউটার বা সাইবার অপরাধ অধ্যাদেশ রাখার প্রস্তাব করেছেন। 
টিআইবি জানায়, অনুমোদিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় আগের বিতর্কিত দুটি আইনের প্রতিফলন ঘটেছে। বাকস্বাধীনতা মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এটি নিয়ন্ত্রণমূলক ও নজরদারির অধ্যাদেশে পরিণত হয়েছে। এখানে অধিকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং মতপ্রকাশকে খর্ব করার প্রক্রিয়া দেখা যায়। যেভাবে অধ্যাদেশটি প্রণীত হয়েছে, তা নিয়ে আপত্তি আছে। মোটেই সময় দেওয়া হয়নি আলোচনার জন্য। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করিনি।
টিআইবি আরও জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ৭ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়। ১ ডিসেম্বর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া প্রকাশ করে ৪ ডিসেম্বরের মধ্যে মতামত চাওয়া হয়। ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। 
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৪ ডিসেম্বর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে উপদেষ্টা পরিষদের আলোচনা লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উস্থাপিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ এর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে। 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, একটি বৈঠকে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ছিল, সাইবার আইন বাতিল হবে, যা তারা করেছেন। সবার অংশগ্রহণ প্রক্রিয়ায় আইন হবে, সে কথাও ছিল। কিন্তু সেখান থেকে কেন সরে এলো, সেটা গ্রহণযোগ্য নয়। তার ধারণা, এ ক্ষেত্রেও আমলানির্ভরতা ছিল।
তিনি জানান, অধ্যাদেশে ধর্মীয় মূল্যবোধের ব্যাখ্যা থাকতে হবে। পাশাপাশি অসাম্প্রদায়িক মানুষের সমঅধিকার ও বৈষম্যবিরোধী চেতনার বিষয় থাকতে হবে। সার্বিকভাবে ঢেলে সাজানোর আগে অধ্যাদেশটি গ্রহণযোগ্য নয়। এতে জনস্বার্থের প্রতিফলন নেই। বরং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে।
তিনি আরও জানান, এ আইনের দরকার আছে; এ সংক্রান্ত একাধিক আইনও হতে পারে। কিন্তু আইনটি (অধ্যাদেশ) তড়িঘড়ি করে করা হলো কেন? বর্তমান পরিপ্রেক্ষিতে এভাবে অনুমোদন হওয়ায় তারা খুব হতবাক হয়েছেন। এ বিশ্লেষণ সরকারের কাছে পাঠানো হবে। সরকার যেন এটিকে বিবেচনায় নিয়ে সবার অভিমত নিয়ে আইন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদিত অধ্যাদেশের খসড়া সরকারের কোনো ওয়েবসাইটে থাকবে না কেন? যে মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে, তাদের দায়িত্ব ছিল এটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা। এটা নিয়ে লুকোছাপা করার কিছু নেই, উন্মুক্ত করা উচিত। দেশের আইন মানুষের জন্য। এটা নিয়ে লুকোচুরি কেন হবে?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুঃখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফেতখারুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় আইসিটি বিভাগ থেকে গতকাল সকাল ৯টায় একটি বৈঠকের তিনি ডাক পেয়েছেন। এটা লোক দেখানো বিষয়; যদি সেখানে আমাদের সম্পৃক্ত করার বিষয়ে সত্যিকার অর্থেই আগ্রহী হতো, তাহলে আগের দিন সন্ধ্যায় ইমেইল করে পরদিন সকাল ৯টায় যেতে বলত না। এটা পেশাগত আচরণ হতে পারে না। এরপরও তিনি সাধুবাদ জানান। ভবিষ্যতে অংশ নেওয়ার সুযোগ থাকলে তিনি যাবেন বলে জানান। 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য: পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য: পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ...
বিচার ব্যবস্থা এনালগ না হলে কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন: পলককে আদালত
বিচার ব্যবস্থা এনালগ না হলে কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন: পলককে আদালত
সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেছেন, বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন, না হলে আদালতে ...
আয়নাঘর-ভাতের হোটেল বলে কিছু থাকবে না, সিভিল ড্রেসে গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আয়নাঘর-ভাতের হোটেল বলে কিছু থাকবে না, সিভিল ড্রেসে গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বলে কিছু নেই। ডিবি কার্যালয়ে আয়না ঘর বা ভাতের হোটেল ...
অবশেষে ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
অবশেষে ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে ...
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কী হচ্ছে?
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কী হচ্ছে?
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। সরকারবিরোধী আন্দোলনে একাট্টা হলেও এক্ষেত্রে বেঁকে বসেছে বিএনপি। যার কারণে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ...
বছর শেষে মূল্যস্ফীতির সব খাতেই স্বস্তি: বিবিএস
বছর শেষে মূল্যস্ফীতির সব খাতেই স্বস্তি: বিবিএস
বিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট টু পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে, যা নভেম্বরে ছিল ...
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জনের ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) জেলা শহরের ...
যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো
যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো
পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, কানাডার ...
আবেদের ৪৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেন
আবেদের ৪৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেন
অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার স্ত্রীর ...
১০
এবার লন্ডনে টিউলিপের বোনকে দেয়া বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান
এবার লন্ডনে টিউলিপের বোনকে দেয়া বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান
বৃটেনে লেবার দলের দুর্নীতিবিরোধী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিউলিপ সিদ্দিক দ্বিতীয় আরেকটি ফ্ল্যাট ব্যবহার করে সুবিধা পেয়েছেন। এই ফ্ল্যাটটি প্রথমে তার ছোট ...
 
নারায়ণগঞ্জে বিনামুল্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু
নারায়ণগঞ্জে বিনামুল্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু
নারায়ণগঞ্জে সরকারিভাবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের অধীনে দেশের ৪৮ জেলার অংশ হিসেবে গতকাল বৃহষ্পতিবার নগরীর ...
ফুলবাড়ীতে নিখোঁজ পুত্রের ৬ দিনেও খোঁজ মেলেনি
ফুলবাড়ীতে নিখোঁজ পুত্রের ৬ দিনেও খোঁজ মেলেনি
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রাম থেকে স্কুল পড়–য়া এসএসসি পরীক্ষার্থী মোঃ রাকিব হোসনে (২০) নিখোজ। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপর ...
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্দোগে বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্দোগে বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন এর উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও  ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি  নামে খ্যাত মাল্টিকালচারেল, ও ...
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটকরা
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটকরা
সূর্যাস্তের সঙ্গে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নিল আরও একটি বছর। এই দিনকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ...
চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে প্রাণ ঝড়লো ভ্যান চালকের
চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে প্রাণ ঝড়লো ভ্যান চালকের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কে প্রাণ হারালেন এক ভ্যান চালক। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ...
চলতি মৌসুমে হিমাগারেই পচে নষ্ট ১৫ হাজার মণ আলু
চলতি মৌসুমে হিমাগারেই পচে নষ্ট ১৫ হাজার মণ আলু
জয়পুরহাটের হিমাগারগুলোতে প্রতিবছর নষ্ট হচ্ছে আলু। চলতি মৌসুমে দুইটি হিমাগার থেকেই নষ্ট হয়েছে ১৫ হাজার মণ আলু। প্রতিবস্তার এক তৃতীয়াংশ ...
মুইজ্জুকে উৎখাতে ভারতের নীলনকশা, বিস্ফোরক তথ্য প্রকাশ
মুইজ্জুকে উৎখাতে ভারতের নীলনকশা, বিস্ফোরক তথ্য প্রকাশ
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার শুরু থেকেই ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কূটনীতি গ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। ...
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী  উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা চত্বর মাঠে উপজেলা প্রশাসনের ...
কলকাতা থেকে উদ্ধার সাড়ে ৬ কোটি রুপি সমমূল্যের ভেজাল ওষুধ
কলকাতা থেকে উদ্ধার সাড়ে ৬ কোটি রুপি সমমূল্যের ভেজাল ওষুধ
খাস কলকাতা থেকে উদ্ধার হল ক্যানসারসহ বিভিন্ন রোগের ভেজাল ওষুধ। সম্প্রতি কলকাতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় ...
১০
দাম কমলো জ্বালানি তেলের
দাম কমলো জ্বালানি তেলের
দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। আগামীকাল বুধবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com