/ সারাদেশ / কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
|
বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ই জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৩ টার সময় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ৪ শ বেক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। শীতবস্ত্র বিতরণের সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানবতার সেবায় মানুষের পাশে থাকে। তার অংশ হিসেবে আজ আমরা আপনাদের জন্য কিছু শীতের সামগ্রী নিয়ে এসেছি। আগামীতে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তিনি সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সায়ফুল্লাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মোল্যা শাহাবুদ্দীন, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারী মাওলানা আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামীদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম , মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মোঃ আবু সাঈদ , উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান। যুব বিভাগের সভাপতি জি এম মোনায়েম বিল্লাহ। |