/ সারাদেশ / কালাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন
কালাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি :
|
জয়পুরহাটের কালাইয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কালাই পৌরসভার আয়োজনে কালাই উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোস্তা হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। অনুষ্ঠানের শুরুতে কালাই ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আমানুল্লাহ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মশালায় শিক্ষক প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে 'তারুণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও শামিমা আক্তার জাহান। পরে বক্তব্য দেন কালাই পৌরসভার ৩ জন সহায়তা কমিটির সদস্য যথাক্রমে কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজি ও উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন। এছাড়াও বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদ্বয় মোঃ তানিম সরকার ও মোস্তাক আহম্মেদ রাতুল প্রমুখ। |