/ সারাদেশ / জয়পুরহাটে আলুর হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি
জয়পুরহাটে আলুর হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাই-বগুড়া মহাসড়কের শিমুলতলী এলাকায় অবস্থিত আলুর হিমাগার আরবি কোল্ড স্টোরেজ লিমিটেডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ১৭/১৮ জনের একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে মোটরসাইকেল এবং হিমাগারের বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ২৮ লাখ টাকার মালামালসহ আরো নগদ ৭ লাখ টাকা লুট করে। এ ঘটনায় বুধবার দুপুরে জেলা সদর সার্কেলের পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় নৈশপ্রহরী রফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, রাত ১২টার পরে হিমাগারের মেশিন ঘরের দিকে যাওয়ার সময় ডাকাতরা আমার মাথায় আঘাত করে আরো কয়েকজনকে বেঁধে ঘরে আটকে রেখে ডাকাতি করে। হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম বলেন, রাত ১২টার পরে ১৭-১৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হিমাগারে প্রবেশ করে। ডাকাতরা হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, সহকারী অপারেটর জুয়েল রানা, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও লুৎফর রহমান এবং ফোরম্যান শাহজাহানকে মারধর করে হাত-পা বেঁধে ফোরম্যানের ঘরে আটক করে রাখে। ডাকাতরা প্রথমে হিমাগারের পিছন গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। পরে অফিস কক্ষে ঢুকে নগদ ৭ লাখ টাকা এবং কম্পিউটার লুট করে। পরে মেশিন কক্ষে গিয়ে ট্রান্সফরমারের তামার তার, কমপ্রেসার ট্রান্সফরমার, ব্লোয়ার এবং নিটকুলার মোটরসহ হিমাগারের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়। হিমাগারের মালিক প্রদীপ কুমার প্রসাদ জানান, ডাকাতির ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ডাকাতরা পাঁচ ঘন্টা ধরে ডাকাতি চালায়। এতে নগদ টাকাসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনা স্থলে পুলিশের একাধিক টিম পরিদর্শন করেন। হিমাগার কতৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |