/ সারাদেশ / বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ
বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ
নিজস্ব প্রতিনিধি:
|
সাতক্ষীরায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস্ রিসার্চ ইউনিটি রামুর আয়োজনে অনুষ্ঠিত সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রামুর প্রজেক্ট ম্যানেজার শমুনউজ্জামানে পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আলাউদ্দিন, কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাতক্ষীরা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোঃ জুলফিকার আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামের অফিসার ফাতেমা জোহরা, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, পরিচালক সিআর আব্রার, রিসার্চ এসোসিয়েট মার্জিয়া ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ। এ সময় ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাতক্ষীরা উপকূলের মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হলে জলবায়ু উদ্বাস্তু ৮০ শতাংশ কমানো সম্ভব। জলবায়ু উদ্বাস্তু ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। |