/ সারাদেশ / রাজনীতি সবার জন্য উন্মুক্ত, কিন্তু ছাত্রলীগের জন্য নিষিদ্ধ: ডিআইজি মঞ্জুর মোর্শেদ
রাজনীতি সবার জন্য উন্মুক্ত, কিন্তু ছাত্রলীগের জন্য নিষিদ্ধ: ডিআইজি মঞ্জুর মোর্শেদ
নতুন বার্তা, পটুয়াখালী:
|
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিষয়ে আমরা কাজ করছি, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের কোনো ছাড় নেই। রাজনীতি সবার জন্য উন্মুক্ত, কিন্তু ছাত্রলীগের জন্য নিষিদ্ধ, দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। তাদের সাথে যারা যুক্ত হবেন তারাও আইনের আওতায় আসবেন। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্স মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আমরা চাই এক শক্তিশালী সুন্দর দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃত্ব, যারা সুষ্ঠুভাবে আগামী দিনে দেশ পরিচালনা করবে, আমরা তাদের অধীনে কাজ করব। আমাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে আর যদি অবৈধ প্রভাব থাকে তাহলে এই পুলিশ কখনোই কাজ করতে পারবে না। তিনি বলেন, আমরা পালিয়ে যাওয়ার জন্য আসিনি, এখানে দায়িত্ব পালনের জন্য এসেছি। না পারলে আমার থেকে আরও ভালো অফিসার আছে, তারা দায়িত্ব পালন করবেন। পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি, জামায়াত, আইনজীবী সমিতি, ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন থানার ওসি, সিনিয়র অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |