/ রাজনীতি / শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নতুন বার্তা, ঢাকা:
|
তাসাউফ ভিত্তিক অরাজনৈতিক সংগঠন- শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম আনোয়ারা টার্নেল মোড়স্থ স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো, খতমে কুরআন, দোয়া-দরুদ, মিলাদ ও মুনাজাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা রেজাউল হক গোফরান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মাকছুদুল আলম এবং জিয়াউল হক মালেকী। সংগঠনের সিনিয়র দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম সাইফ, হাফেজ মাওলানা আবদুল করিম, আবদুল হামিদ শাকিল, মহিউদ্দীন, হাফেজ আসহাব উদ্দীন মালেকী, জয়নাল আবেদীন জামশেদ,আরিফুল ইসলাম মিশকাত, জয়নাল আবেদীন, মেহেদী হাসান, মঞ্জুর, শাহেদ প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম- আল্লাহর প্রিয় ও পছন্দনীয় ধর্ম। এ ধর্মের নবী- হজরত মুহাম্মদ (দ.)'র উত্তরসূরী তথা- পীর-মাশায়েখ ও আউলিয়ায়ে কেরামের অজস্র পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে আমরা এ ধর্ম পেয়েছে। উপমহাদেশে এ ধর্ম প্রচার ও প্রসারে সুফিদের ভূমিকা অতুলনীয়। এজন্য সুফিদের জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। যুগের পরিবর্তনের কারণে, সুফিদর্শনকে নানান স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিবর্তন ও পরিবর্ধন করে সুফিতত্ত্বকে কলুষিত করে তাসাউফ চর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে হিন্দু ও খ্রিষ্টান ধর্মের সাথে যোগসাজ প্রতিস্থাপন করে ইসলামি ভাবধারার চিন্তাদর্শনকে একীভূত করেছে। অথচ ইসলাম ধর্মের সাথে নবতর গোমরাহী মূলক অপসংস্কৃতির সাথে কোন সম্পর্ক নেই। |