/ সারাদেশ / জয়পুরহাটে বাড়িতে ডেকে নিয়ে রংমিস্ত্রিকে মারধরের অভিযোগ
জয়পুরহাটে বাড়িতে ডেকে নিয়ে রংমিস্ত্রিকে মারধরের অভিযোগ
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
মুঠোফোনে জুয়েল হোসেন (২৬) নামের একজন রংমিস্ত্রিকে নিজেদের নতুন বাড়িতে রং করার জন্য ডেকে নিয়ে, ওই রংমিস্ত্রিকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী মামুনুর রশিদের নেতৃত্বে আরও চারজন বেধড়ক মারধর করে জখম ও আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেণ্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আজ বুধবার দুপুরে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পিতা সুজাউল ইসলাম (৫২)। লিখিত অভিযোগ, এলাকাবাসী, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উদয়পুর ইউনিয়নের ভাটাহার গ্রামের সুজাউল ইসলামের ছেলে ভুক্তভোগী জুয়েল হোসেন পেশায় একজন রংমিস্ত্রি। তিনি বিভিন্ন গ্রাম-মহল্লায় বাসাবাড়িতে রং করে বেড়ান। এরই ধারাবাহিকতায় উপজেলার মাত্রাই ইউনিয়নের মামুনুর রশিদের ফোন পেয়ে গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তার বাসায় রং করতে যান। সে সময় কোনকিছু বুঝে ওঠার আগেই ভেরেণ্ডী গ্রামের আওয়ামী লীগের সক্রিয় কর্মী মামুনুর রশিদের নেতৃত্বে একই গ্রামের জিয়া হোসেন (৩৫), আরিফুল ইসলাম (৩২), আমির হোসেন (৫৮) এবং মর্জিনা আক্তার (৩৬) রংমিস্ত্রি জুয়েল হোসেনকে বেধড়ক মারধর করে। এতে জুয়েল হোসেনের নাক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে ওঠে এবং জখম হয়। একই সময়ে ভুক্তভোগী জুয়েল হোসেনের কাছে থাকা নগদ টাকাও জোরপূর্বক ছিনিয়ে নেন আসামীরা। তার চিৎকারে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করেন। এরপর তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়। ঘটনা স্থলে গিয়ে মামুনুর রশিদের দেখা না পেয়ে তার মুঠোফোন যোগাযোগ করে ফোনটি বন্ধ পাওয়া যায়। সে সময় মামুনুর রশিদের স্ত্রী মর্জিনা আক্তারের সাথে কথা হয়। তিনি আনীত অভিযোগ অস্বীকার করে জানান, তারা আওয়ামী লীগের কর্মী একথা সত্য। কিন্তু ঘটনার ২-৩ দিন আগে ওই রংমিস্ত্রি তাদের বাসায় যান। এরপর তাদের বাড়িতে রং করার জন্য তার কাছ থেকে মামুনুর রশিদের মোবাইল নম্বর নেন। সে সময় তিনি বাড়ির ভিতরের উঠানে গোসল করতে যান আর সুযোগ বুঝে দরজার ফাঁকা অংশ দিয়ে উঁকিঝুঁকি দেন রংমিস্ত্রি জুয়েল। এ ঘটনার জের ধরে রংমিস্ত্রি জুয়েল হোসেনকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে মারধর করেছেন তার স্বামী, দেবর এবং তিনি। এটিই প্রকৃত ঘটনা। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন জানান, এ বিষয়ে বুধবার দুপুরে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |