/ ধর্ম ও জীবন / হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত
হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত
মো. বাকী বিল্লাহ খান পলাশ:
|
রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে রঘুনন্দনপুর, কোমরপুর ফরিদপুরে প্রতিষ্ঠিত মসজিদে হামযা (রা.) এর আয়োজনে আজ শনিবার মাদ্রাসা কাযালয়ে ফিরে দেখা ২০২৪ র্শীষক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. জামাল উদ্দিন মোল্যা। হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার পরিচালক খালিদ হাসান এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন জায়েদ ইকবাল, হাফেজ শাহাবুল বিন মুহসিন, মো. মুসাসহ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এ্যাড. সৈয়দ মঈনুল শহীদ। এ্যাড. সৈয়দ মঈনুল শহীদ বলেন, প্রতিষ্ঠা পরর্বতী মসজিদে হামযা (রা.) সহীহ দ্বীন প্রচার ও প্রসারে নানা র্কমসূচী বাস্তবায়ন করে চলেছে। সভায় গত ২০২৪ খ্রিষ্টাব্দে হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে বিভিন্ন ইসলামীক আলোচনা সভা ও বিশেষকরে জুমুআর খুতবায় যে সকল ইসলামী স্কলারগন আলোচনা ও খুতবা প্রদান করেছেন তাদের নাম তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালে যে সকল মেহমান জুমুআর খুতবায় তাসরিফ রেখেছেন তারা হলেন, শায়খ মোকলেস বিন আরশাদ মাদানী, মুহতারাম মো. শাহিনুর রহমান (ভারত), মুহতারাম রফিকুল ইসলাম বিন সাইদ, শায়খ ড. মোকাররম বিন মহসিন মাদানী, শায়খ ড. বজলুর রহমান, শায়খ জাহাঙ্গীর আলম ইসলাহী, শায়খ আব্দুল মতিন মাদানী, মুহতারাম আব্দুল্লাহ বিন এরশাদ, শায়খ আব্দুল বাসির বিন নওশাদ মাদানী, শায়খ সাইফুল ইসলাম খান মাদানী, উস্তাদ আব্দুল বারী বিন আ. রউফ, শায়খ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী, শায়খ মাহমুদুল্লাহ মাদানী, মুহতারাম মাহমুদ বিন কাসিম, শায়খ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, সাব্বির হোসাইন বিন আব্দুল হান্নান, মাহবুব বিন মুজিবুর রহমান, জুবায়ের বিন আতাউল্লাহ, শহিদুল ইসলাম শহীদ, শহীদুল্লাহ বিন রহমতুল্লাহ, সাবের মাহমুদ ঈদুল ফিতর ও ঈদুল আযহার খুতবা প্রদান করেছেন সাবের মাহমুদ। ইসলামী হালাকায় আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি। ইসলামিক সেমিনারে আলোচক হিসাবে ছিলেন শায়খ ডক্টর সাইফুল্লাহ মাদানী, শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, শায়খ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ। সালাফি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন শায়খ ড. মনজুরে এলাহি, শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী,শায়খ আব্দুল মতিন মাদানী, শায়খ আব্দুল বাশির বিন নওশাদ মাদানী, শায়খ আব্দুল্লাহিল কাফি মাদানী, শায়খ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী, মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, রফিকুল ইসলাম বিন সাঈদ, এম রিয়াজুল ইসলাম, আবু বকর মাক্কী, ফরিদুল ইসলাম, সাবের মাহমুদ্ এবং সাব্বির হোসাইন বিন আ. হান্নান। এছাড়াও বার্ষিক শিক্ষা সমাপনী ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার ইনামুল হক। জায়েদ ইকবাল বলেন, ফরিদপুরে হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসার আয়োজনে দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণের অংশগ্রহণ নিসন্দেহে আমাদের জন্য একটি অনেক বড় প্রাপ্তি। হাফেজ শাহাবুল বিন মুহসিন বলেন, হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসা সহীহ দ্বীন প্রচার ও প্রসারে নিরন্তন কাজ করে যাচ্ছে। র্বতমানে মাদ্রায়ায় ভর্তি কাযক্রম পরিচালিত হচ্ছে। আমাদের আদরের সন্তানদের দ্বীনি শিক্ষায় বড় করে তুলতে হামযা রা. সালাফিয়্যাহ মডেল মাদরাসায় ভর্তি করতে তিনি সম্মানিত অভিভাবকদের প্রতি আহবান জানান। সভায় মো. জামাল উদ্দিন মোল্যা বলেন, ফরিদপুরে বিশিষ্ট ইসলামী স্কলারগণের আলোচনা নিসন্দেহে ফরিদপুরে সহীহ দ্বীন প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখেছে। পাশাপাশি এজেলায় অপরাপর স্কলারদের আগমনের একটি ক্ষেত্র তৈরি করেছে। যা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, মাদরাসা সহীহ আলেম তৈরির স্থান। সুতাং দ্বীনের দায়ী তৈরি করতে ও মাদরাসা সচল রাখতে তিনি আমাদের সন্তানদেরকে মাদরাসায় ভর্তি করতে ও এসকল সহীহ আকিদা ভিত্তিক মাদাসায় আর্থিক সহযোগীত করতে সকলের প্রতি আহবান জানান। আথিক সহযোগীতা পাঠাতে বিকাশ নম্বর ০১৮৫৭-৫০৩৯৩৯। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, একাউন্ট নম্বর ২০৫০৭৭১০২০০১৩৮২১৭। |