/ বিনোদন / সাইফকে দেখতে হাসপাতালে শাকিব খান! ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
সাইফকে দেখতে হাসপাতালে শাকিব খান! ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
নতুন বার্তা, ঢাকা:
|
কয়েকদিন আগেই বাড়িতে প্রবেশ করে মধ্যরাতে ছুরিকাঘাত করা হয় বলিউড অভিনেতা সাইফকে। দুর্বৃত্তের এ হামলায় গুরুতর জখম হয়ে পড়েন অভিনেতা। পরে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসার পর বর্তমানে আইসিইউতে রয়েছেন সাইফ। বলি তারকার ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শরীফ উল ইসলাম শেহজাদ নামের একজনকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এদিকে সাইফের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার কাছে পরিবারের সদস্য ছাড়া কাউকে যেতে দেয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে―বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও বিরাট কোহলির মতো দাপুটে তারকারা হাসপাতালে গিয়ে দেখা করেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সাইফ। মন খারাপ। আর তার দিকে তাকিয়ে রয়েছেন তাকে দেখতে যাওয়া অভিনেতারা। এসব ছবি ছড়িয়ে পড়তেই জানা যায়, ছবিগুলো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই), অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এসব ছবিই ছড়িয়ে দেয়া হয়েছে। এবার ভাইরাল হওয়া সেই ছবিগুলোর পোস্টের নিচে একজন শাকিব খান ভক্ত মন্তব্য করেছেন, এআই দিয়ে সাইফের পাশে শাকিব খানকে নিয়ে যাওয়া যায় না? এ মন্তব্যের পরই সেখানে একজন এআই দিয়ে শাকিব খানকে সাইফের কাছে নিয়ে যাওয়ার ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, সাইফকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। যা শুধুই এআই দিয়ে তৈরি। |