/ আন্তর্জাতিক / ইসরায়েলি তিন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর
ইসরায়েলি তিন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর
নতুন বার্তা, ঢাকা:
|
গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিনি ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। তিন জিম্মিকে বুঝে পাওয়ার পরই রেড ক্রস ইসরায়েলি সৈন্যদের সঙ্গে যোগাযোগ করেছে। খবর আল জাজিরা ইসরায়েল বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রেড ক্রস তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা হামাসের কাছ থেকে তিন জিম্মিকে বুঝে পেয়েছে এবং তাদের কাছে হস্তান্তরের জন্য রওনা দিয়েছে। এদিকে লাইভ টেলিভিশন ফুটেজে গাজা শহরের সারায়া স্কোয়ারে হামাসের কাসাম ব্রিগেডের সদস্যদের দেখানো হয়েছে, যেখানে তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সেখানে রেড ক্রসের গাড়িও দেখা যায়। গত বুধবার (১৫ জানুয়ারি) হামাস ও ইসরায়েলের মধ্যে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হয়। যা আজ রোববার কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধবিরিত কার্যকর হওয়ার পর বাধভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছে ফিলিস্তিনিরা। তারা দলে দলে নিজেদের ভূখণ্ডে ফিরতে শুরু করেছে। |