/ আন্তর্জাতিক / পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫
পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫
নতুন বার্তা, ঢাকা:
|
সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বেলুচিস্তানের ঝব জেলায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ ‘সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছে। রোববার এক বিবৃতিতে এ খবর দিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা। খবর ডনের। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার ভোরে ঝবের সাম্বাজা এলাকায় একদল ‘সন্ত্রাসী’ পাক-আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় সংঘর্ষে পাঁচ ‘খোয়ারিজ’কে জাহান্নামে পাঠানো হয়েছে। ডন বলছে, বিবৃতিতে ‘খোয়ারিজ’ বলতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের ইঙ্গিত করা হয়েছে। ঘন ঘন সীমান্ত সংঘর্ষের কারণে সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে ইসলামাবাদ বারবার পাকিস্তানে হামলা চালাতে আফগান ভূমি ব্যবহার করার জন্য টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাবুল সরকারকে আহ্বান জানিয়েছে। কাবুল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। ২০২২ সালে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর থেকে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার মাত্রা বাড়িয়েছে। |