/ আন্তর্জাতিক / জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
নতুন বার্তা, ঢাকা:
|
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের সোপোর এলাকায় অভিযানের সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোপোর পুলিশ বলছে, জেলার জালুরা গুজারপতিতে একটি গোপন আস্তানায় অভিযানের সময় গুলি বিনিময়ে সিপাহী পাঙ্গালা কার্তিক আহত হন। পরে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার সময় তিনি মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে মঙ্গলবার (২১ জানুয়ায়রি) তৃতীয় দিনের মতো ওই এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল ভি কে বার্দি ব্লচেহ্ন, "সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (সোপোর) অপারেশন শুরু হয়েছিল। একটি আস্তানার অভিযানের সময় উভয় পক্ষের গুলি বিনিময় হয়। তখন এক সেনা জওয়ান গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান।" নিরাপত্তা বাহিনী মঙ্গলবার সকালে জালুরা গুজারপতিতে ফের তল্লাশি শুরু করে, পরে অবশ্য অভিযান প্রত্যাহার করে নিয়েছে। এদিকে নিহত সেনার ড্রোন ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে "রাষ্ট্রের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট" ভিডিও শেয়ার না করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে। |