/ সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবির প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবির প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিককে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার দিবাগত গভীর রাত পৌণে ২টায় সীমান্তে এই গুলির শব্দ শুনতে পাওয়া যায় বলে জানান সীমান্তবাসী। এ সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। আহত যুবক উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তেলকুপী গ্রামের মৃত বিলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হাবিল আলী (২৫)। এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক রানা জানান, গভীর রাতে সীমান্ত এলাকা থেকে কিছু ফোটার শব্দ শুনতে পাই। রাতে এ বিষয়ে কিছু জানতে না পারলেও সকালে জানতে পারি তেলকুপি এলাকার হাবিল নামে এক ছেলে বিএসএফের গুলিতে আহত হয়েছে। তবে তারা এত রাতে কি কারণে সীমান্তে অবস্থান করছিল তা আমার জানা নেই। ৭ নং ওয়ার্ড সদস্য মো. আবুল কাশেম বলেন, রাতে মনে হলো সীমান্তে গুলি হচ্ছে। গভীর রাত বিধায় কোন খোঁজ খবর রাখতে পারিনি। সকালে জানলাম বিলালের ছেলেসহ এলাকার আরো কিছু যুবক সীমান্তে গিয়েছিল। আর তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুঁড়লে তাতে আহত হয় হাবিল। সে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. গোলাম কিবরিয়া শনিবার দুপুর সাড়ে ১২টায় জানান, শুক্রবার দিবাগত গভীর রাত সাড়ে ৩টায় শনিবার (২৫ জানুয়ারী) মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধীনস্থ তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০ হতে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদক চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ওই দেশে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি করে। গুলির শব্দে তাৎক্ষনিক বিজিবি টহলদল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশী চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও আহত হয় হাবিল। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া। |