![]() চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হকের দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() এ সময় জানাযা ও দাফনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দীন, বর্তমান সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, আহবায়ক কমিটির সদস্য বারিউল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশশ্রহণ করেন। এর আগে সোমবার (২৭ জানুয়ারী) বিকেল ৪টা ২০ মিনিটে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন। উল্লেখ্য, তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকার মধ্য দিয়ে ১৯৮৪ সালে সাংবাদিকতা শুরু করেন। পেশাগত দীর্ঘ জীবনে তিনি বাংলার বাণী ও যুগান্তরে কাজ করেছেন। |