/ সারাদেশ / টাঙ্গাইলে রড মিস্ত্রীকে জবাই করে হত্যা
টাঙ্গাইলে রড মিস্ত্রীকে জবাই করে হত্যা
কামরুল হাসান টাঙ্গাইল প্রতিনিধিঃ
|
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর নামক স্থানে বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দিনগত রাত আটটার দিকে ফুলচান মিয়া(১৮) নামে এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফুলচাঁন মিয়া ওই গ্রামের স্বন্দেশ মিয়ার ছেলে। তিনি রড মিস্ত্রীর কাজ করতেন। দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার ওপর ফুলচানের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে রাস্তায় ফেলে রেখে গেছে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ জানান, কী কারণে কারা তাকে হত্যা করেছে- এই মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না। যারাই হত্যাকা- ঘটিয়ে থাকুক তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |