/ সারাদেশ / যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত সরদার কুদ্দুস যৌথবাহিনীর খাঁচায়
যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত সরদার কুদ্দুস যৌথবাহিনীর খাঁচায়
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
|
সিলেটের সুনামগঞ্জর ছাতকে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে (৪৫) খাঁচায় বন্দি করেছে। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ছাতক ক্যাম্পের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আব্দুল কুদ্দুস ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজ উল্লাহর ছেলে। আন্তঃজেলা ডাকত সর্দারকে আটকের পর তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি বুধবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দারাখাই সেতু এলাকায় সড়কের মধ্যে একটি লরি আড়াআড়ি ভাবে রেখে ও গাছ ফেলে দিয়ে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুইটি বাস ও কয়েকটি কার সিএনজি ডাকাত দলের কবলে পড়ে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী ডাকাত আব্দুল কুদ্দুসের নেতৃত্বেই ওই সময় সড়কে যাত্রীবাহী যানবাহন আটকিয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসান। |