![]() টিসিবি ডিলার যুবলীগ নেতা কৃপাসিন্ধু গ্রেফতার
নতুন বার্তা, সুনামগঞ্জ:
|
![]() দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল তার। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রভাব খাটিয়ে টিসিবির ডিলারশিপ নেন। সেই সুবাদে নামে-বেনামে কার্ড তৈরি করে পণ্যসামগ্রী উত্তোলনের পর কালোবাজারি চক্রের কাছে বিক্রি করে বিপুল অর্থের মালিক হন কৃপাসিন্ধু। দোয়ারাবাজার থানার ওসি জানান, ২০২৪ সালের ২ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। কৃপাসিন্ধুর ছেলের কাণ্ড : কৃপাসিন্ধুর গুণধর ছেলে কৌশিক রায় বিগত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে কুরআন শরিফ অবমাননাকর একটি পোস্ট দেয়। ওই ঘটনায় পরবর্তীতে কৌশিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। |