![]() নাসিরনগরের ঐতিহাসিক জমিদার বাড়ি, হুমায়ুন আহমেদও শুটিং করেছিলেন এ বাড়িতে
নতুন বার্তা, সুনামগঞ্জ:
|
![]() রবিবার রাতে সিলেট সেক্টরের, সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানান। বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের সুনামগঞ্জের বাংলাবাজার,সিলেটের তামাবিল সংগ্রাম বিওপি সহ একাধিক বিওপির বিজিবি টহল দল রবিবার ভোররাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন চোরাচালানের রুট ব্যবহার করে ভারতীয় কাটুর্ন ভর্তি মদ,ঔষধ, সেখ নাসির উদ্দিন বিড়ি, থ্রী পিস, গবাধিপশু(মহিষ) চিনি, চকলেট, কমলা, ফুচকা, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, অলিভ অয়েল , চোরাচালানের মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। |