![]() ভর্তিচ্ছু নিঝুমের স্বপ্ন বাঁচালো ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’
জাবি প্রতিনিধি:
|
![]() মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাবিতে ই-ইউনিট ও এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজনৈতিক ছাত্র সংগঠন গুলোর পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্র সংগঠনের কার্যক্রমও ছিল চোখে পড়ার মতো। ব্যানার, টেবিল-চেয়ারে ছেয়ে গিয়েছিল পুরো ক্যাম্পাস। এদিন শিক্ষার্থীদের সহায়তায় নজরকাড়া ভূমিকা রাখে ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’। ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে একজন, নিঝুম, সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারার শঙ্কায় ছিলেন। তিনি বলেন, "আজ আমার ই-ইউনিটের পরীক্ষা ছিল। সকাল ৯টায় সিএসসি বিল্ডিংয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু আমি তখনও টারজানের সামনে আটকে ছিলাম, সময় ছিল মাত্র দুই মিনিট। ঠিক তখনই দেখলাম ছাত্রদলের ভাইয়েরা বাইক সার্ভিস দিচ্ছে। তাদের সাহায্য চাইলে একজন ভাই দ্রুত আমাকে পরীক্ষার হলে পৌঁছে দেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।" শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর জানান, “প্রতি বছর অনেক ভর্তিচ্ছু কেন্দ্রে পৌঁছাতে দেরি করে কিংবা অপরিচিত পরিবেশে পথ হারিয়ে ফেলে। তাদের সহায়তার জন্য আমরা ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ চালু করেছি, যাতে দ্রুততম সময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়।” পরীক্ষার পুরো সময়জুড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও নানা কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে ছিল ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’, বিনামূল্যে সুপেয় পানি ও শিক্ষা উপকরণ বিতরণ, ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’, ‘অভিভাবক ছাউনি’, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার সরবরাহ এবং আবাসন সহায়তা। ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক এবং ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। |