/ সারাদেশ / মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্ট - গ্রেফতার ৪৪ জন
মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্ট - গ্রেফতার ৪৪ জন
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী:
|
সারাদেশের ন্যায় মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্টে গত দুই দিনে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গত দুই দিনে জেলার বিভিন্ন থানার অভিযানে এই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও নিষিদ্ধ ছাত্রলীগের কালাপুর ইউনিয়নের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়া গ্রেফতারকৃত বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। |