/ শিক্ষা / ভিন্নমত সহ্য করতে না পারলে সমাজে বৈষম্য তৈরি হয়: আলী রীয়াজ
ভিন্নমত সহ্য করতে না পারলে সমাজে বৈষম্য তৈরি হয়: আলী রীয়াজ
নতুন বার্তা, ঢাকা:
|
সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে সহ্য করা। ভিন্নমত ধারণ, ভিন্নমতকে শ্রদ্ধা, ভিন্নমতের অধিকারকে রক্ষা করা জীবনের বড় অর্জন। ভিন্নমত সহ্য করতে না পারলে সমাজে বৈষম্য তৈরি হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে ড. আলী রীয়াজ বলেন, ‘যিনি বিশ্ববিদ্যালয় আসেননি, বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাননি, এমনকী মহাবিদ্যালয়েও যাননি তার কাছেও শিখবার অনেক কিছু আছে। শিক্ষা কেবলমাত্র চার দেওয়ালের মধ্যে হয় না। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো সূত্রটা ধরিয়ে দেওয়া।’ তিনি আরও বলেন, ‘আমি যখন লাইব্রেরিতে যাই তখন আমার চোখে যে জিনিস ধরা পড়ে সেটা হলো-একই বিষয়ের ভিন্ন মতের বই পাশাপাশি থাকে সেখানে। লাইব্রেরিতে যখন যাবেন, বইমেলায় যখন যাবেন; সেখানে দেখবেন বইগুলো সবতো এক কথা বলছে না। একই বিষয়ে ভিন্নমত আছে, পদ্ধতিগত ভিন্নতা আছে। সেটা সম্ভব হবে যখন আপনি মুক্তচিন্তা করতে পারেন।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আকন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর এবং নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষক সাইমুন নাহার রিতু। |