![]() আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পুনরায় পাকা ভবন নির্মাণের অভিযোগ
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
|
![]() অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেরাল-ধামুরা সড়কের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা সড়কে রতœপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গোলাম কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদার চারটি পাকা দোকান ঘর নির্মাণ করে আসছিল। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরে কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর পুনরায় ওই কাজ শুরু করে গোলাম কিবরিয়া শিকদার। এব্যাপারে অভিযুক্ত গোলাম কিবরিয়া সিকদার বলেন, আমার জায়গার আমি দোকান ঘর নির্মাণ করছি। কতিপয় ব্যক্তি আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন বলেন, পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গাটি নির্ধারণ করার পরে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে নির্দেশ দিলে আমি দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর সাংবাদিকদের বলেন, আমরা লিখিত অভিযোগ পাওয়ার পরে কাজ বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কাজ বন্ধের পরে পুনরায় শুরু করার ব্যাপারে তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। |