![]() ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২৮
নতুন বার্তা, ফরিদপুর:
|
![]() খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ২৮ জন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় ও বাসটি কোথা থেকে আসছিল তা জানা যায়নি। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। |