![]() বোয়ালখালীতে বাল্য বিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) :
|
![]() শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও বরের অভিভাবকদের জানালে তারা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে জানান। এ বিষয়ে শিক্ষার্থীর বাবা মো. সাইফুদ্দিন ও শিক্ষক বরের মা হোসনেয়ারা বেগম ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার করারে মুচলেকা দেন। জুমার নামাজের পর পৌর এলাকার আমতলের একটি স্থানীয় মসজিদে ওই শিক্ষার্থীর আকদ হওয়ার কথা ছিলো। বর ওই এলাকার একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা যায়। |