![]() ঐক্যবদ্ধতাই পারে নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে: ড. মিজানুর রহমান আজহারী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() এ সময় জুলাই-আগষ্টের বিপ্লবে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা দেখিয়ে দিয়েছো কীভাবে জালিমদের শায়েস্তা করতে হয়। কিভাবে চোখের ইশারায় বোঝাপড়া করে আন্দোলনকে বেগবান করতে হয়। তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। বিগত ১৭ বছরে যেটা করা সম্ভব হয় নাই অল্প কয়েকদিনের কানেক্টিভিটির ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই উচ্ছাস, এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে। এজন্য আগামীর নতুন ভোরের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন থাকলে হবে না। তাই আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাওকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না, কিংবা জালিমের শিকার হবেনা। নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না। আর তাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি দেকতে চাই না বাংলাদেশীরা।’ দেশ পরিচালনায় উন্নত সুস্থ বুদ্ধি সম্পন্ন নেতার নেতৃত্বের বিষয়ে ড. আজহারী আরো বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নতমানের রিসার্চ সেন্টার হওয়া খুবই জরুরী। কেননা উন্নত বিশে^ কলম ধরা ছাত্রের হাতে অস্ত্রের ঝনঝনানি বেমানান। আর তাই যে ছাত্রের হাতে কলম লেগেছে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগার আহŸান জানিয়ে তিনি নতুন বাংলাদেশে বুক ভরা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোনোর কথা বলেন। আমরা চাই একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর তাই এমন নেতা আমরা চাই, যে নেতা অসুস্থ হলে সমগ্র বাংলাদেশের মানুষ জায়নামাজ বিছিয়ে নেতার সুস্থতায় মোনাজাতে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করবে।’ তাফসীরুল কুরআন মাহফিলে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো. নূরুল হক। এছাড়াও মাহফিলে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নূরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদও আসনের সাবেক সাংসদ মো. লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |