![]() আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরিতে আটক ৮ নারী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারীর ইসলামিক আলোচনা শোনার জন্য মহিলাদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। সেখানে নারী চোর চক্রের সদস্যরা হিজাব ও বোরকা পরে অবস্থান নিয়েছিল। ইসলামিক আলোচনা চলাকালে ওই চক্রের সদস্যরা কয়েকজনের গলায় হাত দিয়ে স্বর্ণালঙ্কার চুরির চেষ্টা করছিল। তখনই তাদের একজনকে আটক করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে পুলিশে সপোর্দ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আটক করে। ওসি রইস উদ্দিন আরো বলেন, আটককৃত নারীদের মধ্যে হবিগঞ্জ জেলার ৫ জন, নরসিংদী জেলার ১ জন, সাভারের ১ জন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ জন করে মোট ৮ জন নারী আছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তাফসির মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ১৩ জন থানায় জিডি করেছেন। তাদের মোবাইল উদ্ধারেও কাজ করছে পুলিশ। |