![]() জাতীয়তাবাদী দল সংস্কার ও ভোট দুটোই চায়ঃ শামসুজ্জামান দুদু
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
![]() শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষনার দাবিতে এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আমরা চায় বিএনপি সাংগঠনিক দিক থেকে একটা শক্তিশালী সংগঠনে পরিণত হোক। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। প্রধান অতিথি বলেন, বিএনপি গত ১৭ বছর সংগ্রাম করেছে। হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, পঞ্চগড়ের মাটি ধানের শীষের ঘাটি। অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়ে বিএনপির ঐ নেতা বলেন, এই সরকার শুধু সংস্কার সংস্কার করছে, আমরাও সংস্কারে বিশ্বাস করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটা কার্যক্রম সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফার একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছেন। পরবর্তীতে সব দলের সাথে আলাপ করে ৩১ দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমরা সংস্কারও চায়, জনগণের সরকারও চায়। কিন্তু সংস্কার সংস্কার করে যেন আমাদের জনগণের সরকার থেকে, গণতান্ত্রিক সরকার থেকে, অধিকার থেকে বঞ্চিত না করেন, বা বঞ্চিত না করতে পারে এজন্য প্রয়োজন একটা সুসংগঠিত সংগঠন। উদার রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ দেশের মানুষের সাংবিধানিক, মানবাধিকার, ভোটের অধিকারগুলো গত স্বৈরাচারী সরকার যারা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য। এসময় শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা দেশে আসবে, তাকে বরণ করবো, বিচার হবে, ফাসির কাষ্ঠে ঝুলতে হবে। হাসিনা একটা দুইটা মানুষ মারে নাই? সে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে। এমন কোন ব্যাংক নেই যে, হাসিনার সেখানে তার টাকা নাই। তার বাড়ির কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক। এত্ বড় চোর এই পরিবার। শেখ মুজিব ৪০ হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করেছে। তিনি একটি দল গঠন করেছিল। তার মৃত্যুর পর একটা লাক্স সাবান পায়নি, পেয়েছে ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়েছে। আমাদেরও তো খারাপ লাগে। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করেছে তার মধ্যে একটাই বড় আবিষ্কার সেটা হলো, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে ও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ। এর আগে, জেলা ও উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় আসেন। |