![]() প্রবাসী রেমিটেন্সের একটা অংশ থেকে প্রবাসী শ্রমিক কল্যাণের জন্য বাজেটে দেওয়া হোক: কাজী মন্জু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল রুমে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে রাষ্ট্রের উন্নয়ন ও নীতি নির্ধারণের প্রবাসীদের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা যখন প্রবাসে যাই, প্রথম দিন থেকেই আমাদের উপর নির্যাতন শুরু হয়। আমি অনুরোধ করব সরকারকে এই সমস্ত ব্যাপারে কড়া লক্ষ্য রাখার জন্য। প্রবাসী আয় থেকে এদেশ চলছে। এমপি মন্ত্রী রাজনীতিবিদ যখন বক্তৃতা দেয়, সবাই শুধু আমাদেরকে বাহবা দেয়। প্রবাসীদের অর্থ এদেশ চলছে, কিন্তু যাবার সময় আমাদের আঙ্গুল টা দেখিয়ে দেয়। আমরা এ প্রশংসা শুনতে চাই না, আমরা বাস্তবে দেখতে চাই- প্রবাসীদের জন্য কি করতেছে দেশের সরকার। আমরা যে রেমিটেন্স পাঠাই প্রবাস থেকে, আমরা এ সরকার থেকে, এদেশের ট্যাক্স থেকে আমরা একটা টাকাও চাই না। আমরা যে রেমিটেন্স পাঠাই, সে রেমিটেন্সের একটা অংশ আমাদের প্রবাসী শ্রমিক কল্যাণের জন্য বাজেটে দেওয়া হোক। বলেন, আমরা দেশ থেকে একটা টাকাও চাই না। আমরা দেশকে দিচ্ছি, দিয়েই যাব। আমরা এদেশ থেকে চাইনা। আমাদের টাকা থেকে আমরা আমাদের অংশ থেকে আমাদের কল্যাণের জন্য একটা বাজেট চাই। যে বাজেটে যারা আহত হবে, মৃত্যুবরণ করবে- প্রথমে তাদের অগ্রাধিকার থাকবে। তারপর যারা প্রবাস থেকে ফিরে আসে তাদের জন্য থাকবে। তিনি আরও বলেন, আমরা যখন প্রবাসে যাই তখন সহায়-সম্বল বিক্রি করে খালি হাতে যাই। দীর্ঘ ত্রিশ-চল্লিশ বছর চাকরি করার পরও যখন ফিরে আসি সেদিন আমরা খালি হাতে ফিরে আসি। আমাদের পকেটে কিছুই থাকে না। আমরা আমাদের পরিবার, আত্মীয়-স্বজনদের সবটুকু বিলিয়ে দিই। সব টাকা উড়িয়ে দিই। সবাই মনে করে বিদেশে গেলে টাকা আর টাকা। পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এগুলো বুঝতে চায় না। কিন্ত ৯০% প্রবাসী গরিব। বলেন, প্রবাসীদেরকে সবদিকে অবহেলা করা হয়। টিভি মিডিয়া এবং সরকারিভাবে বিভিন্ন প্রচারণা চালানো হয় উদ্বুদ্ধ করার জন্য। প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, পরিবারকে উদ্বুদ্ধ করার জন্য কি কোন প্রোগ্রাম আছে? সব ব্যাপারেই আমরা উপেক্ষিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি ও শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক নেক মোহাম্মদ। সঞ্চলতা করেন প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর, জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মন্টু, শ্রমিক মজলিসের সভাপতি প্রফেসর আব্দুল করিম, বাংলাদেশ-কুয়েত ম্যানপাওয়ার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শাহ জামাল খন্দকার, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বহুমুখী হকার্স সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সোহেল শিকদার প্রমুখ। |