![]() উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট
এমরান কাদেরী, বোয়ালখালী(চট্টগ্রাম) :
|
![]() সিভিল সার্জন বলেন, 'আমরা চাইছি স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, বোয়ালখালীতে প্রথম ব্লাড ট্রান্সফিউশন ইউনিট চালু করা হয়েছে। এখন থেকে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, স্ক্রিনিং সহ রক্ত পরিসঞ্চালন এর সকল কার্যক্রম এখানেই চলবে। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রথম সরকারি বা বেসরকারিভাবে রক্ত পরিসঞ্চালন ইউনিট চালু হলো। এর আগে এই কাজে রোগীদের সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া ছাড়া কোনো উপায় ছিলো না। এখন থেকে রক্তরোগের রোগী যাদের রক্ত পরিসঞ্চালন প্রয়োজন তারা ডাক্তারের পরামর্শ মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন করা যাবে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে আয়োজিত মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন 'আমরা চাইছি স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।' এসময় তিনি মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৩২টি স্টলে নানা প্রকারে ও স্বাদের পিঠা প্রদর্শনী করা হয়। প্রতিযোগিতায় প্রথম সিনিয়র স্টাফ নার্স অপু দত্ত, দ্বিতীয় স্বাস্থ্য সহকারী উম্মে সালমা এবং তৃতীয় হয়েছেন সহকারী ডেন্টাল সার্জন ডা.আয়েশা আকতার। |