![]() ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রি, ডিলার গ্রেপ্তার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
|
![]() শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘরে। গ্রেপ্তারকৃত সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম উপজেলার বাহিরদিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৭টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে দুটি ভ্যান বোঝাই সার খুলনার রূপসা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় স্থানীয় শেখ ইখতিয়ার হোসেন নামে এক ব্যক্তির সরকারি বস্তা দেখে সন্দেহ হলে ভ্যান দুটি আটকে রাখেন। স্থানীয় লোকজন নিয়ে তিনি ভ্যান চালকদের সাথে কথা বলে জানতে পারেন, ভ্যান দুটিতে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএমপি সরকারি সার রয়েছে। এগুলো বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে রূপসা উপজেলার আলাইপুর বাজারে পাঠিয়েছেন। পরে ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানা পুলিশ উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞেসাবাদ করেন। ঘটনার সত্যতা ও স্বীকারোক্তিমূলক জবানবন্দী পেয়ে পুলিশ সারসহ মল্লিক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেপ্তার, তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় তা নিশ্চিত করতে ইউএনও মহোদয়ের সাথে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে।’ ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(উ) ধারায় মামলা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।’ উল্লেখ্য, সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধুমাত্র সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে। |