![]() আগৈলঝাড়া ডিগ্রী কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি স্বপন
”ফ্যাসিবাদের পতন হয়ছে রাজপথে, সরকার হবে নির্বাচনে”
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
|
![]() এসময় প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে রাজপথে, সরকার হবে নির্বাচনে। ’১৪ সালের জালিয়াতির নির্বাচন, ’১৮ সালে নিশিরাতের নির্বাচনের পরে আবার আমি আর ডামির নির্বাচন হয়েছে। আমি এই আসনে প্রার্থী থাকলেও আমাকে বাড়ি থেকে বাহির হতে দেয়নি। বিডিআর এবং পুলিশ দিয়ে বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। আপনারা ফেসবুকে দেখেছেন শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কিভাবে শেখ হাসিনা চোরের মত দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাজার শহীদের বিনিময়ে আমরা এই পরিবেশটা পেয়েছি। বিএনপি নির্বাচনে বিজয়ী হবে বলে এই নির্বাচন বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করেছিল। জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে। আর নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার করা হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক কমিটি সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আহবায়ক সমাজবিজ্ঞান প্রভাষক ফারুক ফকির প্রমুখ। |