![]() উত্তরায় ছাত্র-জনতার ধর্ষণ-সন্ত্রাস বিরোধী মানববন্ধন
নতুন বার্তা, ঢাকা:
|
![]() আজ (রবিবার) দুপুর ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা বিএনএস সেন্টারের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং ৬ নম্বর সেক্টরে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা "ধর্ষকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও" এবং "চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার"— এমন স্লোগান দেন। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেরও বৃদ্ধি ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে। সমাবেশে উত্তরা নাগরিক কমিটির নেতা মাহিন তালুকদার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমরা চব্বিশের আন্দোলন করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসরেরা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ ঘটিয়ে ছাত্র-জনতার সরকারকে বিপাকে ফেলতে চাইছে। আজ থেকে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমরাও সোচ্চার থাকব।’ মানববন্ধনে তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা নূর মোহাম্মদ বলেন, ‘গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।’ প্রতিবাদ সমাবেশে আইইএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সরদার রিয়াদ বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা মনে করি, ছাত্র-জনতার অন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল এসব করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ অপর এক শিক্ষার্থী বলেন, ‘চব্বিশের আন্দোলনের মতো দেশের যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে উত্তরা থেকে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।’ |