![]() ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি চলছে: ইসি আনোয়ারুল
নতুন বার্তা, মুন্সীগঞ্জ:
|
![]() বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ, তারপরও আমাদের প্রায় ৪শর মতো আবেদন পেন্ডিং আছে, সে আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে বিদ্যমান ডি-লিমিটেশন আইন আছে সেটিকে সংশোধন করতে হবে এবং সেই আইন সংশোধনীর উদ্যোগ আমরা নিয়েছি, আইন সংশোধন হলে পরে আমরা এ কাজটি করব। তিনি বলেন, এ দেশের মানুষ ভোট দিতে আগ্রহী, তাই বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন তারা। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। |