![]() আদর্শ সমাজ বিনির্মানের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে - ড. মাসুদ
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুল আলম ভুইয়া’র সভাপতিত্বে ও সেক্রেটারী নুরে আলম সিদ্দিকী’র পরিচালনায় স্থানীয় এক পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এফবিসিসিআই’র পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাফেজ এনায়েত উল্লাহ, চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস এম আহসান উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু হুরায়রা, মাওলানা তাজুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আদর্শ সমাজ বিনির্মানের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, নামজ যার নিদের্শে আদায় করা হয়, দ্বীন কায়েম করাও তারই নিদের্শ। এটি মানুষের উপর ফরজ বিধান। এই বিধান কায়েম না করে, যারা মানুষের তৈরি আইন প্রতিষ্ঠার আন্দোলন করে তারা প্রকৃত ঈমানদার নয়। আল্লাহর ঘোষণা, তাদের দুনিয়া ও আখেরাত ক্ষতিগ্রস্ত। আসন্ন রমজান পালনের জন্য যেভাবে প্রস্তুতি আর প্রতিযোগিতা নিজের মাঝে কাজ করে, দ্বীন কায়েমের জন্যও নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, রাখতে হবে। নিজেদেরকে এমনভাবে প্রস্তুত রাখতে হবে, যেন ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের সাথে সাথে মানব রচিত মতবাদেরও কবর রচনা হয়েছে। কবর রচনা করেই নতুন বাংলাদেশে ইসলামী সমাজ গঠন করতে হবে। মনে রাখতে হবে এখনই ইসলামী সমাজ বিনির্মানের সুযোগ কাজে না লাগাতে পারলে ক্ষমতা লোভীরা কিন্তু সেই সুযোগ লুপে নিতে চেষ্টা করবে। তাদের হাতে ক্ষমতা চলে গেলে আবারো এদেশের মানুষকে তারা শোষণ করবে। আবারও মানুষকে জীবন ও রক্ত দিতে হবে। তাই আর কোন সংঘাত নয় এই প্রত্যয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে হবে। |