![]() নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধিরা। এ সময় বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সব কর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ আমন্ত্রণ জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন। হান্নান মাসুদ বলেন, নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। |