![]() টাঙ্গাইলে চাকরির নামে প্রতারণা, সর্বস্ব হারিয়ে বিচারের আশায় লাল মিয়া
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ
|
![]() প্রতারিত হওয়ার পর লাল মিয়া সম্প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি তার অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি প্রতারকের শাস্তির দাবি করেছেন। স্থানীয় ইউপি সদস্য সিরাজ মেম্বার বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পক্ষকে বসিয়ে সমাধানের চেষ্টা করা হবে। প্রয়োজনে প্রমাণাদি যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে জানা গেছে, ইয়ার মাহমুদ প্রতারণার জন্য একাধিক মোবাইল নম্বর ব্যবহার করেন এবং কখনো "শাহ আলম" নামে পরিচয় দেন। সংবাদ সংগ্রহের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের সঙ্গে গোপনে দেখা করার প্রস্তাব দেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের প্রতারণা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। লাল মিয়ার মতো যেন আর কেউ প্রতারিত না হন, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রতারিত লাল মিয়া ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে। |