![]() ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুর থেকে উদ্ধার
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়। সোমবার সারাদিন সোনালী আক্তার নামে শিশুটির পরিবারের অপরিচিত ওই নারী পাশে থেকে তার যতœ নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে না পেয়ে শিশুটির পিতা সদর উপজেলার মুজাবর্নি গ্রামের মৃত সোলেমান আলরি ছেলে মো: শিমুল ইসলাম (২৪) অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান জানান, ওই দিন রাতেই সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজিপুরে গেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়ার পর গাজীপুর র্যাব-১ এর সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। |