![]() সাতক্ষীরায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক প্রান্তি
নিজস্ব প্রতিনিধি:
|
![]() নব নির্বাচিত অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ১২ মার্চ বুধবার সকালে গ্রীণলাইন চেয়ার কোচে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে পৌছান। অধিনায়ক হিসেবে প্রান্তি নিজ জেলায় নামলে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি কে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক কার্যনির্বাহী সদস্য প্রান্তির গর্বিত পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান, মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস, এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, ফুটবলার রেজাউল ইসলাম খোকন, রবিউল ইসলাম সুমন প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল খেলোয়াড় আফঈদা খন্দকার প্রান্তি ২০ ফেব্রুয়ারি জাতীয় ২১ শে পদকে ভূীষত হন। ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডাশন এর পক্ষ থেকে আফঈদা খন্দকার প্রান্তি কে দলীয় অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এছাড়া ২৩ ফেব্রুয়ারি প্রান্তির মাতা মমতাজ খন্দকার খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়ীতা হিসেবে পদক পেয়েছেন। সাতক্ষীরার কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার নেতৃত্বে আরব আমিরাতে সম্প্রতি স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল একটি ম্যাচ খেলেছেন। |