![]() নারী-শিশু নিপীড়ণ হত্যা ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে নারী শ্রমিকদের প্রতিবাদী কালো পতাকা মিছিল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও এশিয়া ফ্লোরওয়েজ এলায়েন্স-বাংলাদেশ এর সদস্য সচিব মোসাঃ সুলতানা বেগম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মিসেস সুইটি, বেসিক ইউনিয়নের নেতা নাসরিন আক্তার মোঃ ফারুক, মোঃ সুমন হোসেন মোল্লা, স্বপ্না আক্তার, খাদিজা আক্তার প্রমুখ। বক্তারা বলেন মাগুড়া আছিয়া ধর্ষণ পরবর্তী হত্যা, হবিগঞ্জের ৬ বৎসরের শিশু, ঠাকুরগাঁয়ের ৫ম শ্রেণীর ছাত্রী, রামপুরা বনশ্রী’র ১৪ বছরের কিশোরী, বরগুনা ১৪ বছরের কিশোরী, গাজীপুরের মাদ্রাসার ছাত্রী, পিরোজপুরের ১২ বছরের ছাত্রীসহ আগষ্ট-২০২৪- জানুয়ারি ২০২৫ পর্যন্ত নারী নিপীড়ন ধর্ষন ১৭৬টি, সংঘবদ্ধ ধর্ষণ ৫৬টি, ধর্ষণ পরবর্তী হত্যা ৯টি, ধর্ষণের চেষ্টা ৫৩টি, যৌন হয়রানি ৬৫টি, শারীরিক নির্যাতন ১৭৫টি, আত্মহত্যা ১৫৬টি, হত্যাকান্ড ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা ১৪৬৬টি (সূত্র: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন) দেশব্যাপী অব্যহত নারী-শিশু ধর্ষণ নির্যাতন, শিক্ষার্থী, কলকারখানার কর্মজীবি শ্রমিক যৌন নিপীড়ণের মাত্রা বেড়ে যাওয়ায় এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত হচ্ছে। অব্যাহত নারী বিদ্বেষী ঘটনায় আমরা নারী শ্রমিকরা আতঙ্কিত। বক্তারা বলেন, পাহাড়, সমতল শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও পরিবহন কোথাও নারীরা নিরাপত্তা পাচ্ছে না, সারাদেশে ক্রমাগত ধর্ষণের ঘটনা ঘটছে। নারী শিশুরা আজ চরম অনিরাপত্তায় ভুগছে। আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ায় নারীর উপর নিপীড়নের ঘটনা অব্যাহতভাবে বেড়েছে। এই অবস্থায় নারীর উপর যৌন নিপীড়ন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। একইসাথে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে। আমরা নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ধর্ষকরা যদি শাস্তি না পায়, তাহলে সমাজে অপরাধ আরও বাড়বে। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ধর্ষণের ঘটনা দ্রুত ট্রাইব্যুনাল সম্পন্ন করতে হবে। |