![]() অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : খায়ের ভূঁইয়া
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
|
![]() শুক্রবার (১৪মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কোন টালবাহানা চলবে না। সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলেই সংস্কার শেষ করা যাবে না। যখন যেটা সংস্কারের প্রয়োজন তখন সেটা সংস্কার করতে হবে। অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। অনুষ্ঠানে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য এডভোকেট হারুন অর রশিদ ব্যাপারী। উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির,যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, এড. জহির আলম, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন বিটু, জামাল হোছাইন প্রমুখ।এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। |