![]() হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার ঠাকুরগাঁওয়ে গ্রেফতারকৃতদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়। সোমবার সারাদিন সোনালী আক্তার নামে শিশুটির পরিবারের অপরিচিত ওই নারী পাশে থেকে তার যতœ নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি ও নানি পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। বুধবার গাজীপুর থেকে র্যাব-১ শিশুটিকে উদ্ধার করে এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার দেবীপুর দালালপাড়া গ্রামের মো: রাজু কবিরাজের স্ত্রী মোছা: সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী গাইবান্ধা জেণার গোবিন্দগঞ্জ থানার নুনতলা বড়বাড়ী গ্রামের মো: শানুয়ারের ছেলে রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কমলাকোন্দা উপজেলার চকপাড়া গ্রামের মো: আক্কাস আলীর ছেলে মো: লিটন মিয়া (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট অভিরামপুর গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে মোছা: লাভলী বেগম (৩৯)। উল্লেখ্য, চুরির ঘটনায় বুধবার শিশুটির পিতা সদর উপজেলার মুজাবর্নি গ্রামের মৃত সোলেমান আলরি ছেলে মো: শিমুল ইসলাম (২৪) অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরবর্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর র্যাব-১ এর সহায়তায় উল্লেখিত ৪ জনকে গ্রেফতার দেখানো হয়। |