আজ মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
 / মতামত / হোয়াইট হাউসের বাগ্‌বিতণ্ডা এবং ইউকে, ইইউর অস্থিরতা
হোয়াইট হাউসের বাগ্‌বিতণ্ডা এবং ইউকে, ইইউর অস্থিরতা
রায়হান আহমেদ তপাদার:
Published : Sunday, 16 March, 2025 at 12:10 AM
হোয়াইট হাউসের বাগ্‌বিতণ্ডা এবং ইউকে, ইইউর অস্থিরতাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি হোয়াইট হাউসে বসে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন। এটা যুক্তরাষ্ট্রের মিত্রদের হতবাক করেছে। এই ঘটনা ওয়াশিংটনের বিশেষজ্ঞদের প্যাক্স আমেরিকানা নিয়ে শোকগাথা লেখার দরজা খুলে দিয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম গোলার্ধে বিরাজমান তুলনামূলক শান্তিপূর্ণ সময় আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় 'প্যাক্স আমেরিকানা' নামে পরিচিত। ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে করে বলা হচ্ছে,জেলেনস্কি পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এখানে লক্ষণীয় বিষয় ছিল, ট্রাম্প পশ্চিমা দুনিয়ার কাছে এমন এক সত্য উপস্থাপন করছেন, যা রাজনৈতিক পরিশুদ্ধতার আলোচনায় এখন সর্বজনস্বীকৃত। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলন হয়ে গেল। এই সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন। তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। এই সংকট সমাধানের উদ্দেশে সম্মেলন শুরুর আগে কিয়ার স্টারমার বিভিন্ন দেশের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে ঘটনা ঘটেছে, তা কেউ দেখতে চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘আমরা তিন বছর ধরে চলমান একটি সংঘাতের মধ্যে রয়েছি। এখন আমাদের দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগোতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং সম্ভবত আরও এক-দুটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। পরে ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে।’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও একই সুরে কথা বলেন।

লন্ডনের সম্মেলনে ফ্রান্স ও ইতালি ছাড়াও জার্মানি, ডেনমার্ক, তুরস্ক, রোমানিয়া, ফিনল্যান্ড ও পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে যোগ দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। সম্মেলনের আগে মার্ক রুটে বলেন, এই জোটকে শক্তিশালী করার জন্য ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। ইউরোপের দেশগুলোকে আরও অর্থ দিতে হবে।
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগ্‌বিতণ্ডা দেখেছে বিশ্ববাসী। এরপর জেলেনস্কি ইউরোপ সফরে গিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বসেছেন। সম্মেলেনে যোগ দিয়েছেন। ইউরোপের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা জোরদার করার ভাবনা বাস্তবায়নে তৎপর। অন্যদিকে ইউক্রেনে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আরেকটি উদ্যোগের দিকে এখন সবার নজর। সেটি হলো, আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচকেরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের অবমাননাকর আক্রমণের পর গত সোমবার ওয়াশিংটন ইউক্রেনের সঙ্গে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতায় এটা বেশ প্রভাব ফেলবে। ট্রাম্পের ডেমোক্রেটিক বিরোধীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট যে রাশিয়ার সঙ্গে জোট বেঁধেছেন, সেটা নিয়ে এখন আর প্রশ্ন রইল না। মার্কিন প্রশাসন স্পষ্টভাবে বলেছে, এসব কর্মকাণ্ডকে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে সই করা এবং দ্রুত যুদ্ধবিরতি নিয়ে সম্মত হতে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ হিসেবে দেখা হচ্ছে। এত কিছুর পরও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি-বিষয়ক শীর্ষ দলের কয়েকজন সদস্যের সমঝোতামূলক কথাবার্তার মধ্য দিয়ে সময় পার করছেন।

এরই মধ্যে মস্কোর সমালোচনা করেন ট্রাম্প। এটা বেশ বিরল একটি ঘটনা। ট্রাম্পকে সচরাচর রাশিয়ার সমালোচনা করতে দেখা যায় না। ট্রাম্প রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞা এবং রুশ পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইউক্রেনে রুশ বাহিনীর নির্বিচার বোমা হামলা বন্ধ করতে এমন হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি ব্রুসের কাছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কর্তৃক ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষীর উপস্থিতির বিষয়টি বাতিল করার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী এটাকে পশ্চিমাদের শত্রুতাপূর্ণ উদ্দেশ্য বলে অভিহিত করে বলেছেন, এখানে আপস করার কোনো সুযোগ নেই। কিন্তু টমি ব্রুস প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বিদেশি কোনো নেতা কিংবা মন্ত্রীর করা মন্তব্যের ওপর প্রতিক্রিয়া জানানো তাঁর কাজ নয়। যদিও তিনি জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্পের করা মন্তব্যের কথা বারবার উল্লেখ করছিলেন। ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকির আগপর্যন্ত, এমন একটি সপ্তাহ পার হয়েছে, যখন সব চাপ ছিল ইউক্রেনের ওপর। রাশিয়া অনেকটাই নির্ভার ছিল। সর্বাত্মক যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা পুরোদমে স্থগিতের ঘটনা প্রথমবারের মতো ইউক্রেনকে চরম ধাক্কা দিয়েছে। এটা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সম্ভাবনাগুলোকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনজুড়ে প্রাণঘাতী হামলার ঘটনাগুলো দেখলে মনে হয়, রাশিয়া বেশ খুশি। দেশটি এখনো জোর দিয়েই বলছে, বিশেষ সামরিক অভিযানের আসল লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আরও ইউক্রেনীয় ভূমি দখল করে নিতে হবে। রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি সই কিংবা শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের মাধ্যমে কিয়েভের ওপর চাপ কমাতে ইউক্রেনের মিত্রদের উদ্যোগকেও প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মন্তব্য করেন,ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আর আমাদের পক্ষে নাও থাকতে পারে।

আর এটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কানে সুমধুর গানের মতোই শোনাবে। এটি এমন একটি পরিস্থিতি হতে পারে, যেখানে পুতিন বসে বসে পশ্চিমা জোটে ফাটল দেখে দৃশ্যপট উপভোগ করতে পারেন। এটি এমন এক পরিস্থিতি, যা অর্জনের জন্য পুতিন দশকের পর দশক না হলেও অন্তত বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। পুতিন এটা অর্জন করেছেন যুদ্ধক্ষেত্রে গুলি চালিয়ে নয়, বরং ইউক্রেনের সবচেয়ে বড় মিত্রের শ্বাসরুদ্ধকর ইউটার্নের কারণে। সৌদি আরবে ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠকটি রুশ কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন। যদিও তাঁরা বেশ আত্মবিশ্বাসী। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য এটি একটি ক্ষতবিক্ষত, আবেগপূর্ণ ও কর্মব্যস্ত সপ্তাহ ছিল। তিনি শান্তির প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি পশ্চিমা সামরিক সহায়তা অক্ষুণ্ন রাখতেও লড়াই করছিলেন। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির নজিরবিহীন বাগ্‌বিতণ্ডার ফলাফল কিয়েভের ওপর আরও তীব্র হয়ে ওঠে, যখন ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া এবং গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের ঘোষণা দেন।এ বিষয়ে ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র মন্তব্য করেছে, বাতাসে বিশ্বাসঘাতকতার গন্ধ আছে। ট্রাম্প দাবি করেছিলেন, জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছেন। যদিও পরবর্তী সময়ে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি হোয়াইট হাউসে ঘটে যাওয়া বাগ্‌বিতণ্ডাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। সম্ভাব্য ক্ষতি সামাল দিতে জেলেনস্কি বসে থাকেননি। তিনি ব্রাসেলসে ইউরোপীয় দেশগুলোর সমর্থন জোরদার করার চেষ্টা করেছিলেন। সাধারণ মানুষকেও পাশে পাওয়ার চেষ্টা করেছেন। তবে জেলেনস্কি যতটা সামরিক সহায়তা প্রত্যাশা করেছিলেন, ততটা পাননি। ইইউর নেতাদের প্রতি জেলেনস্কি সমুদ্র ও আকাশে সীমিত পরিসরে যুদ্ধবিরতি সমর্থন করার আহ্বান জানিয়েছেন। এটা মূলত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছ থেকে সমর্থন পাওয়া একটি ধারণা।

সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসছেন ঠিকই, তবে শান্তির পথ এখনো অনিশ্চিত। নানা বাধা সত্ত্বেও প্রেসিডেন্টের জেলেনস্কি দলের ঘনিষ্ঠ একটি সূত্র জোর দিয়ে বলে, ‘প্রেসিডেন্ট এখনো আগের অবস্থানে অটল আছেন। বছর তিনেক আগেই তিনি হত্যার শিকার হতে পারতেন। তখনো তিনি কিয়েভে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি যত বেশি চাপের মধ্যে থাকবেন, তত কঠোর হবেন।’ ইউক্রেন নিয়ে ইউরোপের দেশগুলো এত বেশি সম্মেলন করেছে যে চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আগামী দিনগুলোয় আরও সম্মেলন হবে।ইউরোপের নেতারা হঠাৎই বুঝতে পেরেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাঁরা যে নিরাপত্তা ছাতার ওপর নির্ভর করে আসছেন, সেটা আর থাকবে না। ইউরোপের এখনকার পরিপ্রেক্ষিতে শঙ্কাগুলো আরও দ্রুত সামনে আসছে। ইউক্রেনের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইউরোপের একটি বিস্তৃত ঐকমত্য রয়েছে। শেষমেশ শান্তিচুক্তি করা সম্ভব হলে ফ্রান্স ও যুক্তরাজ্য আগ্রহীদের একটি জোট গড়ার প্রস্তাব দিয়েছে। যদিও রাশিয়া এই ধারণা পছন্দ করছে না। তারপরও মাখোঁ সেনাপ্রধানদের নিয়ে একসঙ্গে একটি পরিকল্পনা তৈরি করবেন। কিন্তু এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে, তা হলো, ইউরোপ কীভাবে নিজেকে রক্ষা করবে? কেননা, বর্তমান পরিস্থিতিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন স্পষ্ট ও বর্তমান বিপদ বলে চিহ্নিত করেছেন। প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র সহায়তা করার জন্য পাশে না থাকে, তাহলে আমাদেরই প্রস্তুত থাকতে হবে।’ ইউরোপীয় ইউনিয়ন এখন প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে কোটি কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনার কথা বলছে। মাখোঁ প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। তবে ফ্রান্সের পারমাণবিক ছাতা কতদূর বিস্তৃত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্যারিসের কাছ থেকেই আসবে।প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউরোপের দেশগুলো কি তাদের সম্পদ একত্র করতে এবং একে অপরের ওপর নির্ভর করতে পারবে?

লিথুয়ানিয়ার মতো ছোট দেশগুলোর সামনে এর কোনো বিকল্প নেই। কিন্তু এটা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুতাগার থাকলে, তবেই এটি নিরাপদ হতে পারে। ১৯৪১ সালের আগস্টে পার্ল হারবারে জাপানের হামলার প্রায় চার মাস আগে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও উইনস্টন চার্চিল নিউফাউন্ডল্যান্ডের প্লাসেনশিয়া উপসাগরে যুদ্ধজাহাজে বৈঠক করেন। সেখানে তাঁরা আটলান্টিক চার্টারে সম্মত হন—একটি যুগান্তকারী ঘোষণা, যেখানে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো যুদ্ধপরবর্তী পৃথিবীর জন্য ‘সাধারণ নীতিমালা’ নির্ধারণ করেছিল। চার্টারের গুরুত্বপূর্ণ কয়েকটি মূলনীতি ছিল, কোনো রাষ্ট্র অন্যের ভূখণ্ড দখল করবে না, যারা স্বাধীনতা হারিয়েছে, তাদের সার্বভৌম অধিকার ও স্বশাসন ফিরিয়ে দেওয়া হবে, মানুষ ভয় ও দারিদ্র্য থেকে মুক্তি পাবে, সমুদ্রপথ থাকবে স্বাধীন এবং সব দেশ সমান শর্তে বাণিজ্য ও প্রাকৃতিক সম্পদের সুযোগ পাবে। এই চার্টার ছিল আমেরিকার কূটনৈতিক দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে বিশ্ব দেখল তার বিপরীত দৃশ্য। ইউক্রেনের বিপর্যস্ত নেতা ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসেছিলেন। তিনি ট্রাম্পকে সন্তুষ্ট রাখতে চাইছিলেন। তাঁর দেশের স্বাধীনতা ও নিরাপত্তা ছাড়া সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু এর প্রতিদানে তিনি পেলেন কেবল শিষ্টাচারের পাঠ। কেমন করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তা তাঁকে শেখালেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে অসৎ, অশালীন ও অভদ্র প্রেসিডেন্ট। রুজভেল্ট যদি চার্চিলকে হিটলারের সঙ্গে যেকোনো শর্তে শান্তিচুক্তি করতে বলতেন এবং বিনিময়ে ব্রিটেনের কয়লাসম্পদ যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে বলতেন, তাহলে সেটি ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের কাছাকাছি হতো। জেলেনস্কি হয়তো ট্রাম্পের মনমতো তোষামোদ করতে পারেননি। জেডি ভ্যান্সের উসকানিতে ধৈর্য ধরে রাখা উচিত ছিল তাঁর। কিন্তু যা-ই হোক না কেন, যেভাবেই দেখা হোক, দিনটি আমেরিকার জন্য এক লজ্জাজনক অধ্যায় হয়ে রইল।

লেখক: গবেষক ও কলাম লেখক 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ভোগাতে পারে লোডশেডিং, বিদ্যুৎ বিভাগের জরুরী পরামর্শ
ভোগাতে পারে লোডশেডিং, বিদ্যুৎ বিভাগের জরুরী পরামর্শ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বা লোডশেডিং এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।সোমবার (১৭ মার্চ) সরকারি এক তথ্য বিবরণী থেকে ...
সরকার পতনের যে নীলনকশা প্রমাণসহ ফাঁস করলেন পিনাকী
সরকার পতনের যে নীলনকশা প্রমাণসহ ফাঁস করলেন পিনাকী
আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য দাবি করেছেন, সম্প্রতি ধর্ষণ ইস্যুকে ড. ইউনূস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ...
সাতক্ষীরার এবার ক্লিনিকে বিল বোর্ডে ভেসে উঠলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে
সাতক্ষীরার এবার ক্লিনিকে বিল বোর্ডে ভেসে উঠলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে
সাতক্ষীরা এবার একটি ক্লিনিকের বিলবোর্ডে ভেসে উঠলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে।সোমবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা শহরের ...
ঈদে ঢাকার যেসব সড়কে ডাইভারশন থাকবে
ঈদে ঢাকার যেসব সড়কে ডাইভারশন থাকবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ঢাকার কয়েকটি ক্রসিংয়ে ডাইভারসন বা পথ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।সোমবার (১৭ মার্চ) ...
জাতীয় ঐক্য গড়তে অনানুষ্ঠানিক আলোচনা কি শুরু হয়ে গেল?
জাতীয় ঐক্য গড়তে অনানুষ্ঠানিক আলোচনা কি শুরু হয়ে গেল?
অনানুষ্ঠানিক আলোচনা-পর্ব কি শুরু হয়ে গেল? সংশ্লিষ্ট সূত্রগুলো এমন ইঙ্গিতই দিচ্ছে। সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ ...
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। আন্তর্জাতিক গোয়েন্দাপ্রধানদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে থাকা ...
হিন্দুত্ববাদের এবারের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
হিন্দুত্ববাদের এবারের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী দল। আওরঙ্গজেবের মাজার সরিয়ে নেওয়া না হলে সেখানে ...
পাওয়ার গ্রিড বাংলাদেশের ২ পদের নিয়োগ কার্যক্রম বাতিল
পাওয়ার গ্রিড বাংলাদেশের ২ পদের নিয়োগ কার্যক্রম বাতিল
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ট্রেড ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ও ট্রেড ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।সোমবার (১৭ মার্চ) পাওয়ার ...
জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার
জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ...
১০
‘রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা’
‘রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এক করদাতা রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা দেশে এনে কর ...
 
চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় ...
আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন আছিয়ার মা
আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন আছিয়ার মা
মর্মান্তিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো আছিয়ার মৃত্যুর পর তার মা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনার সময় বাড়ির ...
সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখা ও অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ১৬/০৩/২০২৫ইং রবিবার বিকেল ৫ ঘটিকায় সিডনীর ...
আত্রাইয়ে বিএনপির উদ্যোগে ইফতার
আত্রাইয়ে বিএনপির উদ্যোগে ইফতার
নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) ভবানীপুর বাজার চত্বরে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৪টায় ...
ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি?
ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি?
সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য ভারতীয় সেনাপ্রধান করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার ...
রাজশাহীতে ’দ্য ফ্লাইং ফিট’ তায়কোয়ানদো ক্লাবের যাত্রা শুরু
রাজশাহীতে ’দ্য ফ্লাইং ফিট’ তায়কোয়ানদো ক্লাবের যাত্রা শুরু
শারীরিক নিরাপত্তা, সুস্থতা এবং আত্মরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজশাহীতে সম্প্রতি যাত্রা শুরু করেছে  ‘দ্য ফ্লাইং ফিট’ নামে তায়কোয়ানদো ক্লাব। ১৬ ...
হোটেল কর্মী শামসুল যেভাবে হয়ে উঠেন ভয়ংকর প্রতারক
হোটেল কর্মী শামসুল যেভাবে হয়ে উঠেন ভয়ংকর প্রতারক
সাদিয়া আফরিন ও মাহবুব আলম দম্পতি। দুজনই চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে। দুই সন্তানসহ এই দম্পতি বসবাস করেন মিরপুর পল্লবী ...
ফোক গান নিয়ে সংগীতশিল্পী সুজানা রুপা
ফোক গান নিয়ে সংগীতশিল্পী সুজানা রুপা
সুজানা রুপা একজন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী। তার প্রকাশিত পঞ্চাশেরও বেশি রয়েছে মৌলিক গান। সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন তিনি। বুধবার বিকেলে 'বন্ধুর ...
শিবনগর ইউনিয়ন পরিষদে ইপিআই টিকা কার্ড হস্তান্তর
শিবনগর ইউনিয়ন পরিষদে ইপিআই টিকা কার্ড হস্তান্তর
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কর্তৃক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ইপিআই টিকা কার্ড হস্তান্তর করেন। গতকাল ...
১০
রংপুরে উপপুলিশ কমিশনারের কাণ্ড: থানায় মামলার বাদীকে মারধর, গুলির চেষ্টা
রংপুরে উপপুলিশ কমিশনারের কাণ্ড: থানায় মামলার বাদীকে মারধর, গুলির চেষ্টা
রংপুর মেট্রোপলিটন পুলিশের এক উপপুলিশ কমিশনারের (ডিসি) বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজির মামলা করতে আসা বাদীকে মারধর ও গুলি করার চেষ্টার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com