![]() ফকিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ভিক্ষুক গ্রেপ্তার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
|
![]() গ্রেপ্তারকৃত আসামী আলকাছ তালুকদার (৬৩) জেলার মোড়েলগঞ্জের সিংড়াখালী এলাকার মৃত আদিল তালুকদারের ছেলে। আলকাছ তালুকদার বেশ কিছুদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছের। তিনি ভিক্ষা করে জীবন-যাপন করেন। এই আলকাছ তালুকদারের ভাড়া বাসার পাশেই অন্য ঘর ভাড়া নিয়ে বসবাস করেন ওই শিশুর পরিবার। শিশুটির বাবা একজন দিনমুজুর। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে শিশুটি ওই আলকাছ তালুকদারকে নানা ডাকে বলে পরিবার জানান। পুলিশ জানান, বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে আলকাছ তালুকদার জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। দুইদিন অসুস্থ থাকার পর শুক্রবার সন্ধ্যায় পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাতে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ সংবাদকর্মিদের জানান, এখানে শিশুটির চিকিৎসা করা সম্ভব না। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্র পাওয়া গেছে বলে তিনি জানান। এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন, যার নং-৭, ১৪/০৩/২০২৫ইং। এ রাতেই অভিযুক্ত আলকাছ তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে। |