![]() লক্ষ্মীপুরে যুবদলের পকেট কমিটি বিরোধী আলোচনা সভা
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
|
![]() সোমবার (১৭ মার্চ) বিকেলে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সদর পশ্চিম বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে নিন্দা ও পকেট কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূইয়া মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাব্বি এলাহি জহির,যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন,ভুট্টু চৌধুরী, এডভোকেট জহির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, মহিউদ্দিন পাটওয়ারী বিটু, এডভোকেট এমরানসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ পদের নেতারা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বাদ দিয়ে রাতের আঁধারে ফেসবুকে যুবদলের পকেট কমিটি ঘোষণা করা হয়। অর্থ ও আত্মীয়-স্বজন দিয়ে গঠিত পকেট কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এ আলোচনা সভা থেকে। সদর পশ্চিম যুবদলের সকল কার্যক্রম আজ থেকে এম এ মমিন জাকির হোসেন, আমির আহম্মেদ রাজুর নির্দেশে পালন করা হবে। যতোদিন পর্যন্ত নবগঠিত কমিটি বিলুপ্তি না করবে,ততোদিন পর্যন্ত। |