![]() ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() নিহত রিপন সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন সরকার হঠাৎ বিদ্যুৎ খুঁটির কাছে পড়ে যাড দেখা যাড একটি ছেঁড়া তারের সংস্পর্শে ছিল সে। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকে ও মুখ দিপড ফেনা বের হতে থাকে। স্থানীয়রা দ্রæত ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারের বেহাল অবস্থা দেখা যায় এবং অনেক সংস্কার করা দরকার। তারা সংস্কারের দ্রæত ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |